অবশেষে কুলতলির বাঘ ৬ দিন পর কাবু হল ঘুমপাড়ানি গুলিতে ! লঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে পিয়ালী নদী হয়ে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে খাঁচা বন্দি করে বাঘকে লঞ্চে তোলার কাজ শুরু হয়েছে দীর্ঘ ৬ দিনের লড়াইয়ের পর। এমনকি অসংখ্য মানুষ পিয়ালী নদীর ধার দিয়ে ভিড় জমায় খাঁচা বন্দি বাঘকে দেখতে। মূলত কয়েকদিন ধরেই এলকায় রাতভর শোনা যায় রয়্যাল বেঙ্গলের গর্জনও। এমনকি সকালেও হুঙ্কার শোনা যায়।
কিন্তু পূর্ণ বয়স্ক বাঘটিকে কিছুতেই দেখা যাচ্ছিল না। লুকিয়ে থাকা বাঘটির খোঁজে সকাল থেকে নদী থেকে জল নিয়ে জল কামান দাগা শুরু হয়। ব্যবহার করা হয় এমনকি পটকাও।শেষমেষ এক ঝলক দেখা পেতেই তাকে স্পট করে বনকর্মীরা, খাঁচা বন্দি করা হয় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে। ঘটনা স্থলে রয়েছে এমনকি চিকিৎসকও । কারন বাঘটি অভুক্ত ছিল ৬ দিন ধরে। বাঘটির শারিরীক পরিক্ষা নিরিক্ষা করে তাঁরপর ছেঁড়ে দেওয়া হবে সুন্দর বনের জঙ্গলে।