অবশেষে চালু হলো মেট্রো পরিষেবা, যাত্রী কমার আশঙ্কা বাস মালিকদের একাংশের
বেস্ট কলকাতা নিউজ : টানা ছ’মাসের দীর্ঘ অপেক্ষা ৷ ১৪ সেপ্টেম্বর থেকে অবশেষে ফের চলতে শুরু করেছে মেট্রোর চাকা৷ অর্থাৎ মেট্রো পরিষেবা ফের শুরু হয়েছে শহর কলকাতায়। যাঁরা মেট্রোতেই যাতায়াত করতেন , তাঁরা অনেকটাই নিশ্চিন্ত মেট্রো চালু হওয়ায়। তবে বাস মালিকদের একাংশের আশঙ্কা , মেট্রো ফের চালু হওয়ায় অনেকটাই কমে যাবে বাসের যাত্রী সংখ্যাটাও৷
সিটি সুবার্বান বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন , “সবে মাত্র চালু হয়েছে মেট্রো পরিষেবা৷ চলতি সপ্তাহে বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো ৷ তাই পথে নামবে না বেশিরভাগ বাস ও মিনিবাস। তাই আমার মনে হয়, আগামী সপ্তাহের শুরু থেকেই আমরা হারাব প্রায় ২০ থেকে ৩০ শতাংশ যাত্রী। এতদিন মেট্রো চলছিল না বলে বাধ্য হয়েই বাসে উঠতেন মেট্রোর যাত্রীদের অনেকেই৷ তাই এবার তাঁরা পুনরায় ফিরে যাবেন সেই মেট্রোতেই।”