অবশেষে চাষিদের মাথায় হাত আবহাওয়া পরিবর্তনে , দাম বাড়ছে সবজির! জেনে নিন দরদাম
বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই আবহাওয়ার বিশাল পট পরিবর্তন, এমনকি যার প্রভাব পড়বে কাঁচা সবজির দরেও । কৃষকরা প্রমাদ গুনছেন ইতিমধ্যেই। চারিদিকে ঘন কুয়াশা। আর কুয়াশা মানেই চরম ক্ষতির আশংকা কপি ক্ষেতের। বিশেষ করে সম্ভাবনা থাকে ফুলকপি নষ্ট হয়ে যাওয়ার । কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন এক সপ্তাহ যদি টানা এইভাবে কুয়াশা ঘেরা আবহাওয়া থাকে তাহলে। এমনি থেকেই তাদেরকে সবজি বিক্রি করতে হচ্ছে একরকম জলের দরে। সেভাবে কৃষকরা মুনাফা পাচ্ছেন না। তার উপর লোকসানের বোঝা ক্রমশই বাড়তেই থাকবে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে। কলকাতা এবং তার আশেপাশের এলাকা গুলিতে মোটামুটি এখন সবজির দাম ঘোরাঘুরি করছে কেজি প্রতি ৩০ টাকার কাছে। গ্রামাঞ্চলের দিকে আপনি ৫০ টাকাতেও বেশ কয়েকটি সবজি পেয়ে যাবেন। তবে বিস্তার পার্থক্য খুচরো বাজার আর পাইকারি বাজারের দামের মধ্যে। অঞ্চল ভেদেও রয়েছে দামের তারতম্য । টমেটো এখন কিলো প্রতি ১০ টাকা কেজিতে নেমে এসেছে। একটু দাম বেশি সবজির তালিকায় রয়েছে বিন, করলা, বেগুন, গাজর প্রভৃতি। এবার এক নজরে দেখে নিন সবজির দরদাম।
কুমড়ো – ২০ থেকে ২৫ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ৫ থেকে ১০ টাকা পিস
শশা – ৩৫ থেকে ৪০ টাকা
গাজর- ১৫ থেকে ২৫ টাকা
বিন কড়াই- ৩৫ থেকে ৪৫ টাকা
টমেটো- ১৫ থেকে ২৫ টাকা কেজি
ধনেপাতা – ৩৫ থেকে ৪০ টাকা ( বান্ডিল ২ থেকে ৪ টাকা )
করোলা – ৩৫ থেকে ৪৫ টাকা
মুলো- ৩ থেকে ৫ টাকা পিস
পিয়াঁজকলি – ২৫ থেকে ৩৫ টাকা
বেগুন- ২৫ থেকে ৩০ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
বিট – ১৫ থেকে ২৫ টাকা
সিম – ২৫ থেকে ৩৫ টাকা
মটরশুঁটি- ৪৫ থেকে ৬০ টাকা
নতুন আলু- ১২ থেকে ১৩ টাকা
পুরনো আলু- ১২ থেকে ১৪ টাকা
চন্দ্রমুখি আলু – ১৭ থেকে ২০ টাকা
পিঁয়াজ – ৩০ থেকে ৪৫ টাকা
আদা- ৬০ থেকে ৭০ টাকা
রসুন – ৮০ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৩৫ থেকে ৪৫ টাকা
কচু – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচকলা – ৩ থেকে ৫ টাকা পিস
ওলকপি – ৩ থেকে ৫ টাকা পিস
( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
*** তবে দামের পার্থক্য রয়েছে অঞ্চল ভেদে।