অবশেষে জেরা সিবিআই ঘেরাটোপে, ‘ আমি স্তম্ভিত’ প্রতিক্রিয়া অভিষেকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নিয়োগ দুর্নীতির তদন্তে নিজাম প্যালেসে সিবিআই জেরা চলছে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি নিজাম প্যালেসে হাজির হন নির্দিষ্ট সময়েই। তবে হাজিরা দেওয়ার আগে তিনি সিবিআইকে সাংসদের লেটারপ্যাডে চিঠি দিয়ে জানান এভাবে তডিঘড়ি ডাকায় আমি স্তম্ভিত।

এদিকে নিজাম প্যালেসও নিরাপত্তার ঘেরাটোপে অভিষেকের জেরার কারণে। সূত্রের খবর, সিবিআই গোয়েন্দারা তাকে জেরা করছেনপাঁচ পাতার প্রশ্নপত্র নিয়ে । ধৃত কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেকের নাম নেন। আদালতের নির্দেশে সিবিআই জেরা তার ভিত্তিতেই । যদিও জেরা আটকাতে অভিষেক আইনি পথ নেয়। তবে আবেদন খারিজ হয় কলকাতা হাইকোর্টে।

এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, অভিষেককে জেরা করা উচিত কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে । সেই মামলা ফের হাইকোর্টে ফিরে আসে সুপ্রিম কোর্ট ঘুরে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য হাইকোর্ট অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *