অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সীলমোহর পড়ুয়াদের সিদ্ধান্তেই , পরীক্ষা হবে ওপেন বুক ইভ্যালুয়েশনেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় সীলমোহর দিল পড়ুয়াদের সিদ্ধান্তেই । এমনকি কর্তৃপক্ষ পরীক্ষা সংক্রান্ত নিয়মে একাধিক সরলীকরণ করছে টানা পড়ুয়াদের আন্দোলনের জেরে। এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিংয়ের বৈঠকে যা নিয়ে মতামত চাওয়া হয়েছে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের থেকেও। আজ ৮ ই এপ্রিল এর মধ্যে জানাতে হবে সেই মতামত । ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ১০০ নম্বরের বদলে ৭০ নম্বরের পরীক্ষা করাতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয় যেখানে আগে পরীক্ষার সময় সীমা তিন ঘণ্টা রাখা হয়েছিল এবার তা ৪ ঘন্টা করা হচ্ছে এক ঘণ্টা বাড়িয়ে। ফাইনাল ইয়ারের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অফলাইন অর্থাৎ ছাত্রছাত্রীরা ক্লাসরুমে বসেই পরীক্ষা দেবেন । ফ্যাকাল্টি কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিংয়ের নেওয়া সিদ্ধান্ত বলা হয়েছে ওপেন বুক ইভ্যালুয়েশন অর্থাৎ ছাত্রছাত্রীরা বই খুলেই পরীক্ষা দিতে পারে।

এই তিনটি প্রস্তাব নিয়ে বিভাগীয় প্রধানদের রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে আজ ৮ ই এপ্রিলের মধ্যে। বিভাগীয় প্রধানের থেকে রিপোর্ট নিয়ে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নিয়ে জানানো হবে বিশ্ববিদ্যালয় পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পড়ুয়ারা আন্দোলন করছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অফলাইনে এর বদলে ইঞ্জিনিয়ারিংয়ের একাংশের পড়ুয়া অনলাইনেও পরীক্ষার দাবি তুলেছিলেন। যদিও গোড়া থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড় ছিল অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *