পিরিয়ডস হয়েছে, দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে দেওয়া হল না নাসিকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পিরিয়ডস হয়েছে, তাই দ্বাদশ শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণ করতে দেওয়া হল না বৃক্ষরোপণে! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলায় এক সরকারি বোর্ডিং স্কুলে। এমনকি ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এই ঘটনা সামনে আসতেই। ইতিমধ্যেই শোকজ করা হয়েছে ওই শিক্ষককে ।

জানা গেছে, নাসিকের ত্রিম্বকেশ্বর তালুকের দেবগাঁওয়ের মেয়েদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আশ্রম বিদ্যালয় একটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়াদের নিয়ে । এক আদিবাসী ছাত্রীর অভিযোগ, তাঁকে এবং অন্যান্য মেয়েদের যাঁদের ঋতুস্রাব হয়েছে এক শিক্ষক তাঁদের গাছ লাগাতে দেননি! এই অভিযোগের পরেই আদিবাসী উন্নয়ন দফতর নির্দেশ দিয়েছে বিষয়টির উচ্চপর্যায়ের তদন্তের জন্য । বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রীর ওই অভিযোগ, ওই শিক্ষক তাঁকে এবং অন্য মেয়েদের বলেন যে পিরিয়ডের সময় মেয়েরা গাছ লাগালে গাছ বাড়বে না এবং পুড়ে যাবে।

আদিবাসী উন্নয়ন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন অভিযোগ পাওয়ার বিষয়টি। অতিরিক্ত কমিশনার সন্দীপ গোলাইত বলেন, “ বক্তব্য নেওয়া হবে মেয়েদের ক্লাসের পড়ুয়ারা, শিক্ষক, সুপারিনটেনডেন্ট এবং অধ্যক্ষ সহ সকলের এবং তদন্ত করা হবে।”এদিকে নাসিক জেলার অতিরিক্ত কালেক্টর এবং টিডিডি প্রকল্প আধিকারিক বর্ষা মীনা স্কুলে মেয়েটির সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেন তাঁর সমস্যার কথা। ছাত্রীর অভিযোগে বলা হয়েছে, গত সপ্তাহে স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযানের সময় ওই শিক্ষক ঋতুস্রাব হওয়া মেয়েদের গাছ লাগানো থেকে বিরত থাকতে বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *