অবশেষে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মান্থার এজলাস বয়কটের ঘটনায়. ‘লজ্জিত’ এমনকি রাজ্যের এজি
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বিচারপতি রাজাশেখর মান্থা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিলো দরজা বন্ধ করে ১৩ নম্বর এজলাস বয়কট-কাণ্ডে। তৃণমূলপন্থী ওই আইনজীবীদের বিক্ষোভ ক্রিমিনাল কন্টেম্পট কিনা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মূলত তা ঠিক করবে। এছাড়া এই মামলায় বিচারপতি নির্দেশ দেন হাইকোর্টের বার অ্যাসোশিয়েশন ও অ্যাডভোকেট জেনারেলকে যুক্ত করারও। এদিকে এদিন আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ক্ষমা চেয়েও নেন । প্রধান বিচারপতির এজলাসে অ্যাডভোকেট জেনারেল উপস্থিত হয়ে বলেন, ‘যা ঘটেছে আমি তাতে চরম লজ্জিত। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনাও ।’
অপরদিকে, কলকাতা হাইকোর্টের বড়সড় সিদ্ধান্ত আইনজীবীদের একাংশের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায়। এদিন হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে তলব করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আদালতও সবরকম পদক্ষেপ গ্রহণের অধিকার তাঁর হাতে তুলে দিয়েছে । কোর্টের বাইরে কোনও আইনজীবী যাতে বাধাপ্রাপ্ত না হন, রেজিস্টার জেনারেল তা সুনিশ্চিত করবেন । আদালত সূত্রে এমনটাই নির্দেশ গিয়েছে। পাশাপাশি হাইকোর্ট ওসির ঘাড়ে নিরাপত্তার দায়িত্ব গিয়েছে। ঢেলে সাজানো হবে এজলাসের বাইরে নিরাপত্তা ব্যাবস্থাও , এমনটাই খবর আদালত সূত্রে।