অবশেষ হিন্দুরা পুজো করতে পারবে জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে, অবশেষে এক যুগান্তকারী নির্দেশ বারাণসীর আদালতের
বেস্ট কলকাতা নিউজ : জ্ঞানব্যাপী মসজিদের সিল করা নীচের তলে পুজো করতে পারবে হিন্দু মামলাকারীরা। বুধবার এমনটাই রায় দিল বারাণসী আদালত । বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ, যা নিয়ে বিতর্ক রয়েছে, সেই মসজিদের নীচে ‘ব্যাস কা তেহখানা’-এ পুজো দিতে পারবেন হিন্দু ভক্তরা।এ দিন বারাণসী আদালতের তরফে জ্ঞানব্যাপী মামলার শুনানিতে বলা হয়, জ্ঞানব্যাপী মসজিদের ‘ব্যাস কা তেহখানা’, যা বর্তমানে সিল করা রয়েছে, তাতে পুজো করতে পারবে হিন্দুরা। ভক্তদের পুজো করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টকে জ্ঞানব্য়াপী মসজিদে পুজোর জন্য একজন পুজারীর নামও সুপারিশ করতে বলা হয়েছে। আদালতের তরফে আগামী সাতদিনের মধ্যে ব্যারিকেড সরানো থেকে পুজোর স্থান- যাবতীয় ব্যবস্থা করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতিই হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট তুলে ধরে দাবি করেন যে জ্ঞানব্যাপী মসজিদের নীচে হিন্দু মন্দিরের অস্তিত্ব পাওয়া গিয়েছে। মন্দিরের কাঠামো পরিবর্তন করে ও তার উপরে প্লাস্টার করে মসজিদ নির্মাণ করা হয়েছিল। জ্ঞানব্যাপী মসজিদের দেওয়ালে হিন্দু মন্দিরের চিহ্ন পাওয়া গিয়েছে। ৩৪টি শিলালিপিও পাওয়া গিয়েছে। এ দিন জ্ঞানব্য়াপী মসজিদের নীচে হিন্দুদের পুজো করার অনুমতি দেন বিচারপতি কৃষ্ণ মোহন পান্ডে। আজ তাঁর কর্মজীবনের শেষ দিন। উল্লেখ্য, বিচারপতি পান্ডেই ১৯৮৩ সালে অযোধ্যার রাম মন্দিরের তালা খোলা ও সেখানে পুজো করার অনুমতি দিয়েছিলেন।