অবিরাম বৃষ্টি ও ধসে বিপর্যস্ত হলো ডুয়ার্সের জনজীবন,যোগাযোগ বিচ্ছিন্ন হলো শিলিগুড়ির সাথে
বেস্ট কলকাতা নিউজ : অবিরাম বৃষ্টি ও ধসের জেরে এক রকম বিপর্যস্ত হয়ে পড়েছে ডুয়ার্সের জনজীবন । আর এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ির সাথে ডুয়ার্সের যোগাযোগও । এর পাশাপাশি ভাঙনও অব্যাহত রয়েছে একাধিক নদীতে । নদী ভাঙনের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন জনপদ। ঘিস নদীর পাসে ১৩১৪৯ নম্বর কালভার্টের নিচের মাটি ধসে ক্ষতিগ্রস্থ হয়েছে রেল লাইনও । ডুয়ার্সের মধ্যখান দিয়ে অতিক্রান্ত হওয়া শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারএর সংযোগ রক্ষাকারী রেল পথেও বন্ধ রয়েছে রেল চলাচলও । আলিপুরদুয়ারের বিভাগীয় রেল দপ্তর সুত্রে জানানো হয়েছে এই পথে চলাচল কারী সব ট্রেন ঘুড়িয়ে দেওয়া হয়েছে ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে।
গত শনিবার থেকে চলছে ক্রমাগত বৃষ্টি। প্রবল বর্ষনে ফুলেফেঁপে উঠছে ডুয়ার্সের মধ্যে দিয়ে বয়ে চলা প্রতিটি নদী । ডুয়ার্সের পাশাপাশি গত কয়েকদিন ধরে প্রবল বর্ষন চলছে উত্তরের দার্জিলিং, কালিম্পং, সিকিম ও ভুটানের পাহাড়ি এলাকায় । সেই প্রবল জলধারাই বয়ে চলছে একাধিক নদী দিয়ে। এর ফলে শুরু হয়েছে নদী পারের ভাঙনও । সবচেয়ে বড় সমস্যা হয়েছে সেভকের পাহাড়ি এলাকায়। বিরাট ধস নেমেছে সেভক কালিবাড়ির কাছেও ।