অমিত মিত্র ফের অর্থমন্ত্রী হচ্ছেন মমতার মন্ত্রিসভায়
বেস্ট কলকাতা নিউজ : মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসার পর। নবান্নের মসনদে বসার পর ফের প্রশ্ন উঠেছে কে হবেন মমতার মন্ত্রিসভার অর্থমন্ত্রী? কারণ যিনি গত ১০ বছর ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি হলেন অমিত মিত্র। তিনি এবার ভোটে দাঁড়াননি। ফলে প্রশ্ন উঠেছে কে হবেন পরবর্তী অর্থমন্ত্রী?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায এই প্রশ্নের সহজ সমাধান করে দিয়েছেন। তিনি আনন্দবাজার কে জানিয়েছেন অমিত মিত্রই হচ্ছেন রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী। তিনি থাকবেন এই রাজ্যের অর্থের দায়িত্বে। মুখ্যমন্ত্রী ওই পত্রিকাকে জানিয়েছেন তাকে নতুন মন্ত্রিসভায় ঠাঁই দেয়া হবে বলেও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে অর্থমন্ত্রী হিসেবে থাকা দরকার আছে দক্ষ এবং যোগ্য লোকের, সে দিক থেকে অমিত মিত্র যোগ্য ব্যক্তি বলে অর্থ দপ্তরের দায়িত্ব তাকেই দেয়া হবে। সুতরাং বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই সরকারের যে বাজেট পেশ হবে বিশিষ্ট অর্থনীতিবিদ অমিত মিত্রই সেই বাজেট তৈরি করবেন।