অস্বস্তি বাড়লো সৌমেন্দু অধিকারীর, পুলিশকে তদন্তের সম্পূর্ণ অনুমতি দিল আদালত
অস্বস্তি বাড়লো সৌমেন্দু অধিকারীর। পুলিশকে তদন্তের সম্পূর্ণ অনুমতি দিল আদালত। পুলিশ চাইলে এখন সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার ও করতে পারে। মঙ্গলবার এই মর্মে নির্দেশ দিয়েছে আদালত। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে শ্মশান দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। তার তদন্তের স্বার্থে তাঁকে থানায় ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছিল। এবার আদালতের নির্দেশে অস্বস্তিতে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। এবার তদন্তে সহযোগিতা না করলে গ্রেফতার হতে পারেন সৌমেন্দু অধিকারী। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় বলেন, যতক্ষণ পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সৌমেন্দু অধিকারী সহযোগিতা করবেন ততক্ষণ পর্যন্ত করা কোন পদক্ষেপ নেওয়া যাবে না।তবে তদন্তকারীদের যদি মনে হয় সৌমেন্দু অধিকারী কোন ভাবে সহযোগিতা করছেন না তাহলে সে ক্ষেত্রে লিখিতভাবে শোকজ করতে পারেন তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন সৌমেন্দু।এদিন আদালত নির্দেশ দিয়ে জানায়, সৌমেন্দু অধিকারীর যাবতীয় জিজ্ঞাসা বাদ এবং সাক্ষ্য গ্রহণ পর্ব ভিডিও রেকর্ডিং করতে হবে। এরপর এই সৌমেন্দু অধিকারী কে গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করে পুলিশ।