আগুন লেগে থাকতে পারে সার্ভার রুম থেকেই , স্ট্র্যান্ড রোড অগ্নিকান্ডে দমকলের এমনটাই অনুমান প্রাথমিক তদন্তে
বেস্ট কলকাতা নিউজ : প্রথম আগুন লেগেছিল ঠিক কোথা থেকে? কোথায় লুকিয়ে আছে নিউ কয়লাঘাটে পূর্ব রেলের দফতরের ভয়াবহ অগ্নিকাণ্ডের উত্স ? এখনও এর কোনো জবাব পাওয়া যায়নি সরকারি ভাবে। যদিও দমকলের অনুমান, প্রথম আগুন লেগেছিল রেল ভবনের ১৩ তলার সার্ভার রুমেই। আসলে পূর্বরেলের অনলাইন আসন সংরক্ষণের অন্যতম তথ্যভাণ্ডার হল এই সার্ভার রুমই। এখান থেকেই নিয়ন্ত্রিত হয় পূর্ব রেলের অনলাইন সংরক্ষণ সংক্রান্ত নানাবিধ কাজকর্ম। দমকল কর্তৃপক্ষ তাঁদের প্রাথমিক তদন্তের পর এও জানিয়েছেন, রেলের সার্ভারগুলি যে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দেখে মনে হচ্ছে সার্ভার রুমেই প্রথম আগুন লেগেছে। যদিও কী ভাবে সেই আগুন লেগে থাকতে পারে সে ব্যাপারে দমকলের আধিকারিকরা এখনও ধন্দেই।