সারদা মামলায় ইডি তলব করল দেবব্রত সরকার, অরিন্দম দাসকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সারদকান্ডে এবার দেবব্রত সরকার ও বারুইপুরের এজেন্ট অরিন্দম দাসকে ডেকে পাঠাল ইডি । তাদের হাজিরা দিতে বলা হয়েছে বৃহস্পতিবার। কুনাল ঘোষকে ডাকা হয়েছিল গত সপ্তাহে মঙ্গলবার। বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল দেবব্রত সরকার ও বারুইপুরের এজেন্ট অরিন্দম দাসকে।মূলত গত সপ্তাহে কুণাল ঘোষকে সারদাকাণ্ডে ফের তলব করছিলল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। গত সপ্তাহে মঙ্গলবার তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। যথা সময়ে হাজির হবেন বলে জানিয়েছিলেন শাসকদলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ৷

তিনি ওইদিন বলেছিলেন, ‘আমাকে যে যখন ডেকেছে, আমি সবসময় এসেছি। কেন্দ্রের হোক বা রাজ্যের– যে এজেন্সি ডেকেছে তদন্তে সহযোগিতা করেছি।ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সূত্রের জানা গেছে , মঙ্গলবার বেলা ১১টায় কুণাল ঘোষকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছিল। সারদাকাণ্ডে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছিল। সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমনটাই মনে করেছিল ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *