আজ থেকে মহানন্দা নদীর পারে JCB নামিয়ে ছট ব্রতীদের জন্য ঘাট তৈরী করার কাজ শুরু হল শিলিগুড়ি পৌর নিগমের উদ্যেগে
শিলিগুড়ি : শিলিগুড়িতে আজ থেকে মহানন্দা নদীর পারে JCB নামিয়ে ছট ব্রতীদের জন্য ঘাট তৈরী করার কাজ শুরু হল শিলিগুড়ি পৌর নিগমের উদ্যেগে।আজ শিলিগুড়িতে এম এম আই সি মানিক দে নিজে দাড়িয়ে এই কাজ দেখেন। তিনি জানান আমাদের দায়িত্ব অনেক কিছুই। তাই সবাই যাতে ঠিকভাবে পরিসেবা পান সেটা দেখাই আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব এই উৎসবের দিনগুলিতে শিলিগুড়িকে অন্যতম পরিচ্ছন্ন তৈরী করতে। তাহলেই আমরা এই আমাদের শহরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে পারবো। আমি চেষ্টা করছি এই বছরের ছট্ ব্রতিরা যারা ছটের ব্রত করবেন তাদের কোন ধরনের কোন সমস্যা তৈরী না হয়। এই উৎসব একটা আলাদা ধরনের উৎসব। আমরা শিলিগুড়ি পুরসভার তরফ থেকে সব ওয়ার্ডের ছট্ ব্রতিরা যারা ব্রত রাখেন ছটের তাদের হাতে ছট্ পূজোর সামগ্রী তুলে দিচ্ছি আর এটা হবে ছট্ পূজোর বেশ কয়েকদিন আগেই। তাই আজকে আমি এই এলাকা ঘুরে এবং দেখে গেলাম এবং কিভাবে কাজ করতে হবে তারও প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গেলাম। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য দায়িত্ব প্রাপ্ত আধিকারিকেরাও।