আবারও রোপওয়ে বিভ্রাট, সোলানে ৭ পর্যটক আটকে পড়ল মাঝ আকাশেই
বেস্ট কলকাতা নিউজ : দেওঘরের পর ফের রোপওয়ে বিভ্রাট হিমাচলের সোলানে। মাঝ আকাশে ৭ পর্যটক আটকে পড়লেন রোপওয়ে বিভ্রাটের জেরে । তারা রোপওয়েতে আটকে ছিলেন প্রায় তিন ঘণ্টা ধরে।অবশেষে তাঁদের উদ্ধার করা হয় হেলিকপ্টারের সাহায্যে। সোমবার ৭ জন যাত্রী আটকে পড়েন সোলানের পারওয়ানের টিম্বার ট্রেল রোপওয়েতে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয় ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠিয়ে। রোপওয়ের ট্রলিতে যাঁরা আটকে পড়েছিলেন, তাঁদের মধ্যে অনেকে ছিলেন মহিলা। আগে তাঁদেরই উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে রোপওয়ের ট্রলিটি মাঝপথে আটকে পড়ে। তবে টিম্বার ট্রেলের রোপওয়েটি যে জায়গায় আটকে পড়ে, সেই জায়গাটি সমতল থেকে খুব বেশি উঁচুতে নয়। তাই, ট্রলিতে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে খুব বেশি সমস্যা হয়নি বলেই জানা গিয়েছে। সোলানের পুলিশ সুপার সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ঘটনাস্থলে থেকে গোটা পরিস্থিতির দিকে নজর রাখে টিম্বার ট্রেলের পুলিশ এবং আধিকারিকেরা।