আবার ও পানীয় জলের দাবিতে মহিলারা পথে নামলেন কোচবিহারে
বেস্ট কলকাতা নিউজ : পানীয় জলের দাবিতে সরব হয়ে এবার পথ আটকে বিক্ষোভ এ সামিল হলো কোচবিহার শহরের ৯ নং ওয়ার্ডের নাগরিকরা। সোমবার শহরের রেলঘুমটি চৌপথি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় নাগরিকরা। এর জেরে কোচবিহার থেকে তুফানগঞ্জ ও অসম গামী গাড়ি গুলি আটকে যায়।বিক্ষোভকারীদের আরও দাবি, তারা গত প্রায় ৪ বছর থেকে ভুগছেন জলকষ্টে। অনিয়মিত ভাবে জল সরবারহ হয়েছে এত দিন। কিন্তু গত তিন মাস থেকে বাড়িতে জলের সংযোগ থাকলেও কোনো ভাবে জল পাওয়া যাছে না । পৌরসভা এ বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেছেন আন্দোলনকারীরা ।
কোচবিহার শহরে পানীয় জলের কষ্ট একটি অনেক দিনের একটি সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প কার্যকর করার জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রায় ৩৮ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলেও এই পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে পৌরসভা। কথা ছিল তোর্সার জল পরিশুদ্ধ করে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সেই জন্য পরিকাঠাম তৈরি করা হয় কোচবিহার শহরের ১০ ওয়ার্ডের বিবেকান্দ স্ট্রীটে । সরকারি ভাবে ঘটা করে ভোটের আগেই জল প্রকল্পের সূচনা করা হলেও পরিষেবা পাচ্ছে না সাধারণ পুরনাগরিকরা। তাই কোচবিহার শহরে পানীয় জলের এই সমস্যা রয়েই গেছে।