এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে ন্যূনতম শিক্ষাগত যোগত্যা ছাড়াই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : লক্ষ কর্মসংস্থান ৷ সেই কারণেই উঠে যেতে চলেছে ন্যূন্যতম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি৷ অষ্টম শ্রেণি পাশ না করলেও এবার থেকে পাওয়া যাবে গাড়ি চালানোর লাইসেন্স৷এরকমই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক ৷সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট (১৯৮৯) অনুযায়ী পরিবাহী গাড়ি চালানোর লাইসেন্স পেতে হলে থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা৷ এক্ষেত্রে উল্লেখ ছিল অষ্টম শ্রেণি পাশের কথা৷ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রেকর তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে , দরিদ্র পরিবারের সদস্যদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার ৷ ন্যূন্যতম শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়া হচ্ছে গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে

পরিবহণ মন্ত্রক মনে করছে কর্মসংস্থান বাড়ার সঙ্গে সঙ্গে এর ফলে মিটবে পরিবহণ ও লজিস্টিক্স শিল্পের ক্ষেত্রে ২২ লক্ষ গাড়ির চালকের ঘাটতি৷ বৃদ্ধি ঘটবে এই ক্ষেত্রের বৃদ্ধি৷কেন্দ্র ইতিমধ্যেই মটর ভেহিকল অ্যাক্ট পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছে৷অল্প কিছুদিনের মধ্যেইএই সংক্রান্ত খসড়া বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে ৷ তবে, পথ সুরক্ষার কথা মাথায় রেখে প্রশিক্ষণরত গাড়ির চালকদের দক্ষতার উপর বিশষ গুরুত্ব আরোপের কথা বলা হয়েছে ৷ এই ক্ষেত্রে আগের তুলনায়ও নতুন ধারায় আরো কড়া হওয়ার কথা বলা হবে বলে মনে করা হচ্ছে৷ পরীক্ষাও আরও আঁটোসাঁটো করা হবে৷ গাড়ি চালানোর স্কুলগুলির উপরওনজরদারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *