মালদায় ৩ জন গ্রেপ্তার হল মাধ্যমিকে নকল সরবরাহ করার অভিযোগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রথম থেকেই পর্ষদ কড়া পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে নকল করা রুখতে। কিন্তু, কার্যত পর্ষদের সমস্ত পদক্ষেপ ব্যর্থ হতে দেখা গেল মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন থেকেই। প্রথমে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাংলা প্রশ্নপত্রের দুটি পৃষ্ঠা। নকল সরবরাহ করা শুরু হয় তারপর থেকেই। অন্তত সেই ছবিই ধরা পড়েছে মালদা জেলায়। ইতিমধ্যে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে নকল সরবরাহের অভিযোগে।

মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকেই। গতকাল ছিল মাধ্যমিকের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা। আর তাতেই নকল সরবরাহের অভিযোগ উঠেছে রতুয়ার রাইমোহন মোহিনীমোহন বিদ্যাপীঠ ও রতুয়া হাইস্কুলের পরীক্ষার্থীদের। রাজ্য সড়কের পাশেই রয়েছে রাইমোহন মোহিনীমোহন বিদ্যাপীঠ। রতুয়া হাইস্কুল ও উদয়পুর হাইস্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে এই স্কুলে। এই রাইমোহন মোহিনীমোহন বিদ্যাপীঠেরই কার্নিশ বেয়ে কিছু যুবককে নকল সরবরাহ করতে দেখা যায় দোতলার ঘরে। পরীক্ষাস্থলে পুলিশ পৌঁছাতেই নকল সরবরাহকারীরা পালিয়ে যায় সেখান থেকে। পরে পুলিশ সেখান থেকে চলে গেলে ফের শুরু হয় নকল সরবরাহ করা। এমনকী, নকল সরবরাহকারী যুবকদের থামানো যায়নি পরীক্ষাকেন্দ্রের জানলা বন্ধ করে দিলেও। রতুয়া হাইস্কুলেও এই একই চিত্র ধরা পড়ে। এখানে সিট পড়েছে কাহালা হাইস্কুলের পরীক্ষার্থীদের।এখান থেকেই নকল সরবরাহ করার সময় পুলিশ গ্রেপ্তার করে তিন জন যুবককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *