মহিলা নিরাপত্তায় ‘স্যান্ডাল ড্রোন’নজির তৈরী করলো ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নারী নিরাপত্তা ও সুরক্ষার জন্য আস্ত এক ড্রোন বানিয়ে ফেললেন মোরাদাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়ারা৷ সংবাদ সংস্থা সূত্রে প্রকাশিত খবর থেকে জানা যায়, মহিলাদের সুরক্ষায় তৈরি এই স্যান্ডাল ড্রোনের জিপিএস যুক্ত রয়েছে সিকিওরিটি সিস্টেমের সঙ্গে৷ এর প্রজেক্টের নাম- ‘flying cop and women defence system’.

এই প্রজেক্টের সঙ্গে যুক্ত দিবাকর শর্মা নামের এক ছাত্র জানায়, ভারতে ধর্ষণ এবং যৌন নির্যাতন একটা বড় সমস্যা৷ এই স্যান্ডাল ড্রোন তৈরি করা হয়েছে এই সমস্যার মোকাবিলা করার জন্য ৷এতে একটি প্যানিক বাটন রয়েছে৷ প্রয়োজনে এই বাটনে একটু চাপ দিলেই এর শক সিস্টেম সক্রিয় হয়ে যাবে যা দিয়ে শত্রুকে সহজেই আঘাত করতে পারবে আক্রান্ত মহিলা৷এখানেই শেষ নয়৷ এর সঙ্গে নিকটস্থ পুলিশ স্টেশনর ও যোগাযোগ থাকবে৷ মহিলার যে স্থানে রয়েছে সেই স্থানের বর্ণনা মেসেজের মাধ্যমে পুলিশ স্টেশনে পৌঁছে যাবে৷এরই সঙ্গে বেজে উঠবে অ্যালার্মও ৷ যে অ্যালার্ম শুনে আশেপাশে যারা রয়েছে তাঁরা ওই মহিলাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে পারবেন ৷ একই সঙ্গে এই ড্রোন ভিডিও রেকর্ডিংও করবে যা পরে তদন্তের ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে পারবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *