আমেরিকা আছে ভারতে কৃষি আইনগুলির পক্ষেই ,এমনটাই ইঙ্গিত বাইডেন প্রশাসনের
বেস্ট কলকাতা নিউজ : ভারতে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন শুরুর পর থেকেই মূলত তাকে সমর্থন জানানো হয়েছে বিদেশের নানা মহল থেকে । কিন্তু বাইডেন প্রশাসন কার্যত কৃষি আইনগুলিকে সমর্থন করল কৃষক আন্দোলন শুরু হওয়ার দু’মাসের বেশি পরে। তাঁদের আরও বক্তব্য, বাজারের দক্ষতা বৃদ্ধি পায় যে আইনে, আরও বেশি করে বেসরকারি বিনিয়োগের সুযোগ খুলে যায়, তা কার্যত সমর্থন করে আমেরিকা । একইসঙ্গে অবশ্য আমেরিকা এও জানিয়েছে , যে কোনও জীবন্ত গণতন্ত্রের লক্ষণই হল শান্তিপূর্ণ প্রতিবাদ।
আমেরিকার বিদেশ দফতর ভারতের কৃষক আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে বুধবার আরও মন্তব্য করে, দুই বিরোধী পক্ষ যাতে নিজেদের মধ্যে বিরোধ শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিতে পারে, সেজন্য সবসময় আমরা উত্সাহ দিয়ে থাকি। এর পরেই মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ইঙ্গিত দেন, ভারতের নতুন কৃষি আইনকে সমর্থন করে বাইডেন প্রশাসন। তিনি আরও বলেন, ‘সাধারণত যে সংস্কারের ফলে বাজারের দক্ষতা বৃদ্ধি পায় ও বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত হয়, তাকে আমরা সমর্থন করি।’