রান্নার গ্যাসের দাম বাড়ল লাফিয়ে লাফিয়ে, অগ্নিমূল্য এমনকি জ্বালানির দামও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাজেট ঘোষণা হয়েছে এখনও ৭২ ঘণ্টাও সময় কাটেনি এর মধ্যেই একরকম বিপদ ঘণ্টা বাজিয়ে দিল রান্নার গ্যাসের অস্বাবাভিক মূল্য বৃদ্ধি। আবারও ফের বৃদ্ধি পেলো ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম।এর ফলে একদিকে সবজির দাম সাধারণের হেঁসেলের খরচ বাঁচালেও গ্যাসের বর্ধিত মূল্যর অতিরিক্ত খরচে পকেটে টান মেরেই দিল।

মূলত কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়ল ২৫ টাকা। বুধবার পর্যন্ত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম যেখানে ছিল ৭২০.৫০ টাকা। আজ বৃহস্পতিবার থেকে এর দাম বৃদ্ধি পেয়ে হল ৭৪৫.৫০টাকা। হিসাব বলছে গত বছর ডিসেম্বর মাস থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেলো তিন বার। ১০০ টাকা দাম বেড়েছিল এর আগের দু’দফায়। এলপিজি ৫ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়িয়েছে ২৭৫.৫০ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম শহরে হয়েছে ১৫৯৮.৫০ টাকা।

সুত্রের খবর এবার কেরোসিনের উপর থেকেও ভরতুকি উঠিয়ে নেওয়া হচ্ছে। পুরোপুরি ভরতুকি উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এমনকি ধীরে ধীরে দাম বাড়িয়ে।পেট্রোল ও ডিজেলের উপর থেকে ভরতুকি তুলে নেওয়া হয়েছিল ঠিক এমনভাবেই দাম বাড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *