আরজি কর নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, জানালেন গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আরজিকর নিয়ে বিজেপি রাজনীতি করছে। আর মানুষের হয়রানি বাড়ছে ঠিক এই ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মেয়র গৌতম দেব। এইভাবে অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের অসুবিধা তৈরি করে মানুষের মন পাওয়া যায় না কখনো। তৃণমূল সরকার আরজিকর হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি দেওয়ার জন্য লড়াই করছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটাই কথা বলছেন আরজি করার ঘটনা দোষীরা যেন ছাড়া না পায়। আর বিজেপি সেটাকেই রাজনৈতিক ফাইদা তৈরি করে বাংলার মত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তৃণমূল সরকার মানুষের পাশে এবং মানুষের সাথে আছে, কিন্তু এইভাবে মানুষকে অসুবিধা তৈরি করে কোন লাভ হয় কি? আমাদের দরকার যে বা যারা জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িত তারা যেন শাস্তি পায়, সিবিআই তদন্ত চলছে শাস্তি হবেই। বিজেপি তো সিবিআই চাইছিল , এখন সিবিআই তদন্ত করছে তাহলে ওরা এই ধরনের আচরণ কেন করছে। এইভাবে কি ওরা বাংলায় ভোট পাবে?

এদিকে আরজি করের ঘটনাকে চরম নিন্দনীয় বলে মেয়র গৌতম দেব জানান, এই ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না কতখানি খারাপ, আমরা বলতে পারছি না,তবে অপরাধী বা অপরাধীদের শাস্তি হতেই হবে। মেয়র গৌতম দেব আরো জানান বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে, কিন্তু মানুষ এটা হতে দেবে না। মানুষ চায় বিচার, আর বিচার হবেই এবং দোষীরা সাজা পাবেই, অপেক্ষা করুন জানালেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *