কালীঘাট মন্দির খোলা সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত , তবে এখনই প্রবেশ নয় গর্ভগৃহে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে খুলে গেল কালীঘাট মন্দির। মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার সকাল ৬টায়। দক্ষিণ কলকাতার এই সতীপীঠে ভক্তদের ভিড় একেবারেই লক্ষ্য করা যায়নি করোনা সংক্রমণের কারণে । সোমবার রাতে কালীঘাট টেম্পল কমিটি সিদ্ধান্ত নেয়, মন্দির ভক্ত এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু এখনই কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের গর্ভগৃহে। মন্দির কমিটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন সংক্রমণের কারণেই গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সরকারি বিধিনিষেধ জারি করেছেন গত ১৭ মে থেকে। টেম্পল কমিটি মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সেই নির্দেশ মেনেই।

ঘটনাচক্রে, হিন্দু ধর্মাবলম্বীদের অম্বুবাচী তিথি শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। ২২-২৫ জন পর্যন্ত অম্বুবাচী তিথি। সাধারণত এই সময়ে বন্ধ রাখা হয় হিন্দু দেবীদের মন্দির। অম্বুবাচী তিথি পালন করা হয় অসমের কামরূপ কামাখ্যা থেকে শুরু করে তারাপীঠ— সবেতেই। আবার দেবীর মন্দির খুলে দেওয়া হয় অম্বুবাচী তিথি কেটে গেলেই। কিন্তু এই নিয়ম আলাদা কালীঘাট মন্দিরের ক্ষেত্রে। এই সময়েও নিয়মিত মা কালীর নিত্যপুজো ও ভোগ দেওয়া হয়। তাই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অম্বুবাচী তিথি হলেও জনসাধারণকে এই সময় মন্দিরে ঢুকতে দিতে অসুবিধা নেই বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *