উত্তরবঙ্গের মোট ১১ জন কর্মকর্তা জায়গা করে নিলেন টেবিল টেনিস অ্যাসোসিয়েশনে
শিলিগুড়ি : উত্তরবঙ্গের ১১ জন কর্মকর্তা বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের নিজেদের স্থান করে নিলেন। এক সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ির প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মাম্ত ঘোষ জানালেন শিলিগুড়ি সত্যি টেবিল টেনিসের শহর, এখানে যেমন খেলোয়ারদের যোগ্যতা আছে, তেমনি কর্মকর্তাদেরও যোগ্যতা আছে। না হলে ১১ জন শুধুমাত্র শিলিগুড়ি থেকেই কিভাবে সুযোগ পাবে। বরাবরই শিলিগুড়ি থেকে প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড় উঠে এসেছে, যারা একসময় শুধু জাতীয় নয় আন্তর্জাতিক স্তরে ও নিজেদেরকে নিয়ে যেতে সফল হয়েছেন, শুধু শিলিগুড়িতে তাই নয় শিলিগুড়ি বাংলাকে উপহার দিয়েছে ভারতী ঘোষ এবং অমিত দামের মতো কোচকে। তাই আজকে আমি গর্বের সাথে বলছি আগামী দিনেও বাংলা টেবিল টেনিসে শিলিগুড়ি চমক দেবে। শিলিগুড়িতে সেই পরিকাঠামো রয়েছে এটা আন্তর্জাতিক টেবিল টেনিস এর সাথে মানানসই, তাই এখান থেকে এত সহজেই ভালো টেবিল টেনিস খেলোয়াড় উঠে আসে, সে ছেলেই হোক অথবা মেয়ে। যারা যারা ১১ জনে গেলেন,তাদের জন্য রইল শুভেচ্ছা এবং শুভকামনা। আগামী দিনে আমরা আরও এই ধরনের ভালো খবর আপনাদের দেবো বলে জানান মান্তু ঘোষ।