ক্রমশ আধুনিক হছে দমকল, রাজ্যে আসছে ফায়ার রোবট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আধুনিকীকরণ করা হচ্ছে “রাজ্যের অগ্নি নির্বাপন ব্যবস্থাকে, খুব শীঘ্রই এই রাজ্যে আসছে চলেছে ফায়ার রোবট। ফায়ার অডিটও চলছে রাজ্য জুড়ে। ঢেলে সাজানো হচ্ছে দমকল বিভাগকেও”, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মঙ্গলপান্ডে উদ্যানে ৬৮ তম সারা ভারত পুলিশ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু একথাই জানিয়ে গেলেন।

রবিবার সকালে ৬৮ তম বি এন মল্লিক সারা ভারত পুলিশ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজের মঙ্গলপান্ডে উদ্যানে । রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই অনুষ্ঠানের উদ্বোধন করেন । রবিবার বেলুন আকাশে উড়িয়ে এই পুলিশ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ।এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিল্লির অগ্নিকাণ্ড নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুকে প্রশ্ন করা হলে তিনি জানান, “অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং দুর্ভাগ্যজনক ঘটনাও বটে। তবে আগুন লাগলে দ্রুত কি ভাবে তা নিয়ন্ত্রন করতে যে ধরনের যা যা ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন সেই সমস্ত অত্যাধুনিক ব্যবস্থাই আমরা এ রাজ্যে চালু করছি। ইতিমধ্যেই আমাদের রেডার থেকে শুরু করে ফায়ার বল ব্যবস্থা করা হয়েছে সবকিছুরই । বর্তমানে আমাদের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি ,রয়েছে ল্যাডারও । এছাড়াও খুব তাড়াতাড়ি এ রাজ্যে আসছে ফায়ার রোবট। যার ফলে কোথাও আগুন লাগলে ফায়ার রোবটের মাধ্যমে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে সহজেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *