সাতসকালেই মেট্রো থমকে যান্ত্রিক গোলযোগে, নৈমিত্তিক যানজট রাস্তায়, বিভ্রাট পাতালেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যান্ত্রিক গোলযোগের কারণে সাতসকালে মেট্রো বিভ্রাট। মেট্রো চলাচল বন্ধ রইলো রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত । কালীঘাট মেট্রো স্টেশনের থার্ড লাইনে যান্ত্রিক গোলোযোগের কারণে আটকে যায় আপ লাইনের একটি রেক। ইনসুলেটরের সমস্যার জন্য ইমার্জেন্সি পাওয়ার ব্লক নেওয়া হয়েছে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। এমনকি চলে সমস্যা সমাধানের কাজ। আপাতত মেট্রো চলে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত। অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়ে নিত্য যাত্রীরাও ।

এমনিতেই গত কয়েকদিন ধরে পুজোর বাজার, পুজোর আগের প্রস্তুতির জন্য কলকাতার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তায় যানজট তৈরি হচ্ছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, হরিশ মুখার্জি রোড, এ পি সি রোড, এ জে সি বসু রোড, কলেজ স্ট্রিটে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির চাকা থমকে। আবার লোকাল ট্রেনগুলিতেও থিক থিকে ভিড়। পরিস্থিতি মারাত্মক জটিল। অফিসের জন্য রাস্তায় বেরিয়েও নিত্য নাকাল হন নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *