এই টেলিকমের ইন্টারনেট জিওর থেকেও দ্রুত গতিতে দৌড়চ্ছে বাংলায়
বেস্ট কলকাতা নিউজ : ভি-র গিগানেট আরো একবার স্বীকৃতি পেয়েছে সারা ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক হওয়ার। সংস্থার পক্ষ থেকে এমনটাই দাবী করা হয়েছে ।ভি-কে এই স্বীকৃতি দিয়েছে টানা তিনটে কোয়ার্টারে ফিক্সড ব্রডব্যান্ড আর মোবাইল টেস্টিং অ্যাপ্লিকেশনস, ডেটা এবং অ্যানালিসিসকারী সংস্থা উকলা। সংস্থা আরও জানিয়েছে, ভি অন্য সব অপারেটরের তুলনায় দ্রুততর ৪জি স্পিড দিয়েছে ‘জানুয়ারি থেকে এই মার্চ কোয়ার্টারে । ফলে সারা ভারতে ভি হয়ে দাঁড়াল টানা তিনটে কোয়ার্টারে ধারাবাহিকভাবে দ্রুততম ৪জি স্পিড দিতে পারা একমাত্র অপারেটর।’
সংস্থা জানিয়েছে, ‘ভি-র গিগানেট গড় ডাউনলোড স্পিডের দিক থেকে স্পিড চার্টের শীর্ষে পৌঁছেছে গ্যাংটক, শিলিগুড়ি, হাওড়া, নিউটাউন, দুর্গাপুর, দার্জিলিং, আসানসোল, বর্ধমান, হলদিয়া, ব্যারাকপুর, বহরমপুর, মালদা, মেদিনীপুর, খড়গপুর, কোচবিহার, কান্দির মত প্রধান শহরগুলোতে । দ্রুততম ৪জি নেটওয়ার্কের স্বীকৃতি দেয় উকলা। এর ভিত্তি হল কিউ৩ ২০২০-কিউ১ ২০২১ সংগৃহীত ভারতে এবং কিছু নির্দিষ্ট অঞ্চলে বা শহরে গড় ৪জি ডাউনলোড স্পিডের স্পিডটেস্ট ইন্টেলিজেন্স ডেটা।’