একদিন ধরা পড়বে আসল মাথারা’, কার দিকে ইঙ্গিত করলেন যুবনেতা কুন্তল ঘোষ ? ক্রমশ বাড়ছে জল্পনা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : “সব একদিন ফাঁস হবে সঠিক তদন্ত হলে , আসল মাথারা ধরা পড়বেই ।” আজ বুধবার তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ এমনি বিস্ফোরক দাবি করলেন বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে। এদিন কুন্তলকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ইডি-র দফতর থেকে। সাংবাদিকরা তাঁকে ফের জিজ্ঞাসা করেন নীলাদ্রি ও গোপাল দলপতির প্রসঙ্গে । তাঁদের নাম শুনে প্রশ্ন এড়িয়ে যান কুন্তল। তিনি এও বলেন, “তদন্ত হলে সব ফাঁস হবে। ধরা পড়বে আসল মাথারা। ঠিক সময়ে দেখতে পাবেন কে দোষী আর কে নির্দোষ। চক্রান্ত হয়েছে। সব থেকে বড় চক্রান্ত।” বুধবারই ইডি কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করে। তিনি সকাল ১১টায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন।

কুন্তলের বিরুদ্ধে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছিলেন, তিনি ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা তুলেছিলেন চাকরি দেওয়ার নাম করে। সেই দাবি পক্ষে প্রমাণ পেয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা গ্রেফতার করেন কুন্তলকে। হেফাজতে থাকাকালীন এবার অন্য দাবি করতে থাকেন কুন্তল। তিনি পাল্টা দাবি করেন, তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা ‘ঘুষ’ চেয়েছিলেন তাপস মন্ডল । মঙ্গলবার সে প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন তাপসকে। তিনি বিষয়টি কিন্তু অস্বীকার করেননি। তাঁর বক্তব্য, “টাকা চাইব না, টাকা তো চাইবই। টাকা রাখতে দেওয়া হয়েছিল ওর কাছে ।” সেগুলি যে চাকরিপ্রার্থীদের টাকা, তিনি তাও স্বীকার করেছেন। মঙ্গলবারের ম্যারাথন জেরার পর এদিন ইডি ফের তাপস মন্ডল কে তলব করেছে। তবে কুন্তলের বক্তব্য এই নিয়োগ দুর্নীতির মাথা অন্য কেউ। আর তদন্ত হলে ধরা পড়বে সেই বড় মাথারা। কুন্তলের কালো ডায়েরিতে বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে সাংকেতিক আকারে। বড় মাথাদের নাম কি সেই সংকেতের আড়ালেই? এমনি উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *