একনজরে আজকের খবর
১।ভরতি পক্রিয়া নিয়ে অবশেষে জটিলতা কাটল যাদবপুর বিশ্ব-বিদ্যালয়ে।
২।নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলেন অর্ণব ঘোষ।
৩।হুগলির ধনেখালিতে আক্রান্ত তৃণমূল কর্মী, বিজেপির বিরুদ্ধে উঠলো
পেট এ রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ।
৪।পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হলো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে।
৫।পরপর চারদিনে চার বার বদল করা হলো বিধাননগরের পুলিশকমিশনার কে।
৬।অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো উল্টোডাঙা-বাগুইআটি রুটের অটো চলাচল।
৭।একাধিক দাবিতে কর্মবিরতিতে সামিল হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এর
সমস্ত অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
৮।তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩বিধায়ক।
৯।ঘরছাড়া তৃণমূল কর্মী দের ঘরে ফেরাতে আজ নৈহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
১০।জঙ্গলমহলের জনগণের মনোবল ফেরাতে শালবনি থেকে কয়েক কিলোমিটার
পদযাত্রাতে হাঁটলেন শুভেন্দু অধিকারী।
১১।নৈহাটি পুরসভার চেয়ারম্যানের ঘরে লাগিয়ে দেওয়া হলো তালা, বসানো হলো পুলিশ পিকেট।
১২।ভোটে বিপর্যয়র জের, রানাঘাট-বনগাঁএ ২টি নতুন পুলিশ জেলা গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।