একশো দিনের কাজের দাবী নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শিলিগুড়ির বিভিন্ন এলাকায়
শিলিগুড়ি : একশো দিনের কাজ এবং বিভিন্ন কাজের দাবী নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল শিলিগুড়ির বিভিন্ন এলাকায়।এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের এক বিশাল মিছিল বের করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন সকালেই এক বিশাল সভায় মলিকা দেবনাথ দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জানান বিজেপী একশো দিনের টাকা এবং অন্যান্য ন্যায্য টাকা যেটা আমাদের পাওনা সেটা থেকে বঞ্চিত করছে তৃণমূলকে। আমাদের দাবী যেই মানুষগুলো কাজ করে এসেছে তাদের টাকা দিয়ে দেওয়া হোক। কেন্দ্র এই কাজটি একেবারেই ঠিকভাবে করছে না। আমরা দাবী করছি আমাদের ন্যায্য পাওনা আমাদের হাতে তুলে দিক কেন্দ্রীয় সরকার। না হলে এরপরে বড় আন্দোলনে নামতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। এই টাকা আমাদের ন্যায্য দাবী তাই আমাদের দাবী মেনে নিয়ে টাকা দিক কেন্দ্র। এইভাবে খেটে খাওয়া মানুষের কাছ থেকে তাদের ন্যায্য পাওনা কেড়ে নিতে পারে না কেন্দ্রীয় সরকার। এটা প্রত্যেক কেন্দ্রীয় সরকারের একটা আলাদা নীতি। কিন্তুু তৃণমূল কংগ্রেস এইভাবে এই টাকার কথা ভুলে যাবে না। আমরা আমাদের পাওনা আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব। এদিন সাধারন ঘরের থেকেও প্রচুর মানুষ এই প্রতিবাদ মিছিলে যোগ দেন।