একশো দিনের কাজের শ্রমিকদের চেক প্রদান করল তৃণমূল কংগ্রেস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত উদ্যোগে, কেন্দ্রের বঞ্চনার শিকার ১০০ দিনের কাজের শ্রমিকদের পাওনা টাকা প্রদান করা হল চেকের মাধ্যমে। সারা রাজ্যের সাথে এদিন উক্ত কর্মসূচি পালন করা হল বাগডোগরার গোঁসাইপুর অঞ্চলে। এদিন সকালে জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব তাদেরকেই চেক প্রদান করেন মূলত যারা একশো দিনের কাজ করেও বঞ্চিত হয়ে আছেন তাদের ন্যায্য পাওনা থেকে। আমাদের দরকার শ্রমিকদের হাতে তাদের ন্যায্য পাওনা তুলে দেওয়া। জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আরও জানালেন কেন্দ্র এবং তাদের বঞ্চনা একেবারেই সমার্থক শব্দ। বাংলাকে বঞ্চিত করতে কেন্দ্রীয় সরকারের একেবারেই সময় লাগে না। আমরা এই দাবী কেবলমাত্র আজ থেকে করে আসছি না। কারন কয়েক হাজার পরিবারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে আছে টাকা না পেয়ে। তারা সুরক্ষিত নয়। তাই আমাদের দাবী একশো দিনের কাজের টাকা তাদের হাতে তুলে দিক কেন্দ্রীয় সরকার। তাই আমরা আজকে কয়েকজনের হাতে একশো দিনের কাজের টাকা তুলে দিলাম। তৃণমূল সরকার মেহনতি গরীব মানুষের পাশে আছে। তাদের বঞ্চিত করা হচ্ছে এটা আমরা দেখতে পারছি না। এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের সরকারের কাজ মানুষের পাশে দাড়ানো তাই আমরা এই বঞ্চিত শ্রমিকদের হাতে টাকা তুলে দিলাম। যাতে তারা অন্তত কিছুদিন জীবন যাপন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *