একাধিকবার আবেদন করেছেন , তবুও পাননি কোনো বার্ধক্য ভাতা, বাধ্য হয়ে ৭০ বছর বয়সেও তিলের খাজা বিক্রি করছেন কমল সরকার
নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, একের পর এক সাধের প্রকল্প মানুষের কাছে যাচ্ছে মানুষ উপকৃত হচ্ছেন তার সুবিধা হাতে পেয়ে। তবে অনেকেই এখনো হতাশ, একাধিকবার আবেদন করেও পাননি লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা এবং অন্যান্য ভাতা। এদের মধ্যে একজন হলেন কমল সরকার, ৭০ বছরের উপরে বয়স তার , এখন তিলের খাজা বিক্রি করে সংসার চালান তিনি। তিনি জানান ছেলে সামান্য একটা চাকরি করে, বৌমাও বাড়িতে টিউশনি পড়ায়। কিন্তু এই যুগে যে কিছুই হয় না। বহুবার আবেদন করেছিলাম বার্ধক্য ভাতার জন্য, কিন্তু এখনো পায়নি, পেলে অন্তত ওষুধের খরচটা উঠে আসতো।তিনি আরো জানান, বয়স হয়েছে তাই ঘুরে ঘুরে কাজ করা আর পোষায় না। কিন্তু কি করবো? করতেই তো হয়, না হলে খাবো কি? কাজ করি বলেই তো কিছু বাড়ির জন্য নিয়ে যেতে পারি। না হলে তো শেষ হয়ে যেতাম। তিনি এও জানান একবার যদি বার্ধক্য ভাতা চালু হয়ে যায়, একটু শান্তি পাই। কিন্তু সেই ভাগ্য কি আছে আমার? চরম হতাশ হয়ে এমনটাই জানালেন তিনি।
