২০ লাখ টাকা তছরুপ এর অভিযোগ , পলাতক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের CSP-র মালিক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠল ২০ লাখ টাকা তছরুপের৷ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার সবাইপুর সীতানাথপুর এলাকায়৷ অভিযুক্তের নাম সুদীপ বাগচি ৷ তিনি সীতানাথপুর এলাকার বাসিন্দা বলেই জানা গেছে৷ এই তছরুপ এর ঘটনায় অভিযুক্ত আপাতত পলাতক৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

গ্রাহকদের আরো অভিযোগ, অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ লাখ টাকা তুলে নিয়েছে সুদীপ বাগচি ৷ এই বিপুল পরিমাণ টাকা তছরুপের ঘটনার কথা জানান হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মূল শাখা, ব্লক অফিস এমনকি বনগাঁ থানাতেও৷ তবুও তাতে কোনো রকম সুরাহা মেলেনি৷ রবিবার জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠের সঙ্গে গ্রাহকরা ফের থানায় দ্বারস্থ হয় টাকা ফেরৎ না পাওয়ায়৷ গোপাল শেঠ গ্রাহকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে৷ তাঁর কথায়, “রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের একটি মাত্র গ্রাহক পরিষেবা কেন্দ্র বনগাঁ থানার ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সবাইপুরে৷ গ্রামের কয়েকশ মানুষ টাকা লেনদেন করে এই গ্রাহক পরিষেবা কেন্দ্রের থেকে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *