এক নজরে আজকের খবর
১।মিড ডে মিল ‘দুর্নীতি’ আটকাতে কমিউনিটি কিচেন তৈরির জন্য বিশেষ পরিকল্পনা নিলো মমতা বন্ধ্যোপাধ্যায়ের সরকার।
২। বন্যা পরিস্থিতি কোচবিহারে, জল বেড়েছে মালদার ফুলহার নদীতে, চরম আশঙ্কায় পড়লো এলাকার মানুষ।
৩।কল্যাণী পুরসভায় একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলো ৪০০ অস্থায়ী কর্মী।
৪।মালদার রতুয়ায় ফের নদী ভাঙন, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লো কয়েক বিঘা চাষের জমি, আমবাগান, বাঁধ।
৫।গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগে আটক করা হলো ৬ বিজেপি কর্মী কে।
৬।ফের বিপত্তি শহর কলকাতার মেট্রোয়, কামরার ভিতরে যাত্রী, দরজায় আটকাল হাত, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রী।
৭।বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট প্রত্যাহার করে নিলো সরকারি আইনজীবীরা।
৮।প্রিন্সেপ স্ট্রিট এলাকায় ঝাঁঝাল গন্ধের জেরে ছড়ালো আতঙ্ক।
৯।কালীঘাট থেকে সুদূর লন্ডনে পাড়ি দিতে চলেছে পটুয়া পাড়ার প্রতিমা।
১০.বাঁকুড়ার জয়পন্ডা নদীর ওপর সেতুর বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত নিত্য যাত্রীদের, মেরামতির আশ্বাস দিলো জেলাশাসক