এক নজরে আজকের খবর
১।আগামী বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে , আগামী ৪৮ ঘণ্টা থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গরম।
২।ধর্মগ্রন্থর নিয়ম অনুযায়ী চলব, বিজেপির নিয়ম অনুযায়ী নয়’ দাবি মমতার, চরমে পৌছালো ‘জয় শ্রীরাম’ সংঘাত।
৩।মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ হল তৃণমূল প্রধানের স্বামী, আক্রান্তের শরীরে মিললো চারটি গুলি।
৪।দুই পুলিশ কর্মীকে নিগ্রহ ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপি নেতা রাকেশ সিংহ কে।
৫।মমতা-কুণাল ঘোষের বৈঠক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং।
৬।সারদা-কান্ডে ফের সিবিআই জেরার মুখে পড়তে চলেছে রাজ্য পুলিশের অফিসার
দিলীপ হাজরা।
৭।পৃথক পৃথক পথ দুর্ঘটনা, হাওড়ায় কমপক্ষে জখম হল ১২ জন
৮।মুখ্যমন্ত্রীর ‘আউট সাউডার’ মন্তব্যের প্রতিবাদে হাওড়ায় বিক্ষোভ দেখালো হিন্দিভাষীরা।
৯।ঢুকে পড়ল আস্ত এক গোখরো, ভয়ে জলপাইগুড়িতে অফিস ছাড়লেন বিডিও।
১০।কয়েদীদের অভিনয়ে মেতে উঠল বালুরঘাটের নাট্যতীর্থ।