বৃহত্তম অর্থনীতির দেশ হল চিন, কংগ্রেসের কড়া প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রী জয়শঙ্করের মন্তব্যেকে ঘিরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

সীমান্ত ইস্যুতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি । সম্প্রতি সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চিন প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, চিনের অর্থনীতি বৃহত্তর। আর তাই তাঁদের সঙ্গে টেক্কা দেওয়া নিয়ে কিছু মন্তব্য করেন তিনি। আর তাতেই কংগ্রেসের সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিদেশমন্ত্রীকে। কংগ্রেস সাংসদ বলছেন, এর থেকে পুরোপুরি আত্মসমপর্ণ করে দেওয়ার কথা বলতে পারতেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী আরও বলেছেন, চিন একটা বৃহত্তর অর্থনীতির দেশ। অপেক্ষাকৃত ছোট অর্থনীতির দেশ ভারত। আমি কি একটা বৃহৎ অর্থনীতির দেশের সঙ্গে লড়াইয়ের পথে হাঁটতাম? প্রশ্ন বিদেশমন্ত্রীর। সীমান্তে শান্তিরক্ষা করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বলে ওই সাক্ষাৎকারে জানান এস জয়শঙ্কর। তিনি আরও বলেন, এটা পুরোটাই এক হিসাবের ব্যাপার। বহু সংখ্যায় সৈন্যকে আমরা সীমান্তের দিকে নিয়ে যেতে পারি না বলেও দাবি বিদেশমন্ত্রীর।
আর এই বিবৃতি শুনেই টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাঁর দাবি, এর থেকে আত্মসমরপর্ণের কথা বলাটা বেশি সম্মানের ছিল। শুধু তাই নয়, এস জয়শঙ্করকে ব্যর্থতম বিদেশমন্ত্রী বলেও কটাক্ষ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *