এক বছরে মোদী সরকার দ্বিগুণ আয় করেছে পেট্রোল-ডিজেলের শুল্ক বাবদ, রাজ্যের ভাগে এল তার নগণ্য অংশই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সত্যি হল সেই আশঙ্কাই। এতদিন যা দাবি করছিল তৃণমূল-সহ দেশের নানান বিরোধী দলগুলি, কার্যত সেটাই আরও একবার প্রমাণিত হল সংসদে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানাল, পেট্রোল-ডিজেলে শুল্ক বাবদ কেন্দ্রের রোজগার ২০২০-২১ অর্থবর্ষে প্রায় দ্বিগুণ হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায়। অথচ, কেন্দ্রের সেই বাড়তি আয় থেকে তার নগণ্যই ভাগ পেয়েছে রাজ্যগুলি। প্রসঙ্গত, সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে, ২০১৯-২০ অর্থবর্ষে পেট্রোপণ্যে কর বাবদ কেন্দ্র সরকারের আয় যেখানে ছিল ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। সেই রোজগার ২০২০-২১ অর্থবর্ষে বেড়ে হয়েছে ৩ লক্ষ ৭২ হাজার কোটি টাকা। অর্থাৎ সরকারের আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে করোনা অতিমারীর বছরে পেট্রোপণ্যে করের দরুন। কিন্তু, এই বাড়তি আয় থেকে রাজ্যগুলি ২০ হাজার কোটি টাকারও কম ভাগ পেয়েছে।

মূলত কেন্দ্র পেট্রোল ও ডিজেলের উপর বাড়তি শুল্ক বসায় কোভিডকালে অন্যান্য ক্ষেত্রে রোজগার কমে যাওয়ায়। সেই সঙ্গে বসানো হয়েছিল এমনকি বাড়তি সেসও। সাধারণ মানুষের যার ফলে পকেট কাটা গেলেও কেন্দ্রীয় রাজকোষের ঘাটতি ক্রমশ পূরণ হচ্ছিল।উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্র শুল্ক কমানোর আগে পর্যন্ত পেট্রল ডিজেলে কর বাবদ কেন্দ্র পাচ্ছিল ৬৩ শতাংশ, রাজ্য পাচ্ছিল ৩৭ শতাংশ। কেন্দ্র সদ্যই পেট্রল ও ডিজেলের শুল্ক কমিয়েছে। একে একে বিজেপি শাসিত সবকটি রাজ্য কেন্দ্রের দেখানো পথ অনুসরণ করেছে।এদিকে পেট্রপণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করেছে বিজেপির জোটসঙ্গীরাও। যদিও,ভ্যাট কমাতে পারেনি বিরোধী শাসিত রাজ্যগুলির অধিকাংশই। যা নিয়ে বিজেপি আক্রমণও করেছে বিরোধীদের। এদিকে বিরোধীরাও সরকারকে পাল্টা কটাক্ষ করেছে। তাদের দাবি,সরকার বিপুল আয় করছে পেট্রোল-ডিজেল থেকে।রাজকোষে তেমন প্রভাব পড়বে না সেখান থেকে সামান্য কমলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *