এখন থেকে ট্রলিবাস চলবে কলকাতায় বন্ধ ট্রাম রুটে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন কলকাতাকে লন্ডন বানানোর কথা। তবে শুধু লন্ডন নয়, এবার পরিবহণ দফতর কলকাতা শহরেও ইলেকট্রিক ট্রলিবাস চালানোর চিন্তাভাবনা শুরু করছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সানফ্রান্সিসকোর মতো । উল্লেখ্য, ঐতিহ্যবাহী কলকাতার ট্রামে যাত্রীর পাশাপাশি কমেছে ট্রামের সংখ্যাও। ফলে রাজ্য পরিবহণ নিগম প্রতিমাসে সম্মুখীন হচ্ছে ১ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতির।
লকডাউনের আগের দিনগুলিতে একটি ট্রামরুট থেকে প্রতিদিন ৫ হাজার টাকা আয় হত। বর্তমানে একটি রুটে প্রতিদিনের আয় এক হাজার থেকে ১২০০ টাকায় এসে দাঁড়িয়েছে।তাই এবার রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে, আধুনিক ট্রলিবাস যদি চালানো যায় এই স্তব্ধ হয়ে যাওয়া ট্রামরুটে।যেভাবে ওভারহেড ইলেকট্রিকের মাধ্যমে ট্রাম চলে, এই ইলেকট্রিক ট্রলিবাস চলবে ঠিক একইভাবে। আর ট্রামলাইন ধরেই চলবে এই ট্রলিবাস। এর তবে আর একটা সুবিধা রয়েছে। ট্রলিবাস চলাচল করতে পারবে লাইন ছাড়াও। বিশেষ করে যখন ক্রসিংয়ে এই ট্রলিবাস আসবে, তখন তারা তাদের ট্রাক ও ইলেকট্রিক লাইন ছেড়ে ব্যাটারির সাহায্যে সাধারণ রাস্তায়ও চলতে পারবে যাতায়াতের জন্য । আর যখন ইলেকট্রিক লাইনে চলবে, তখন নিজেই ব্যাটারি চার্জ করতে পারবে এই আধুনিক বাস।