সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে বদলি করা হল রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তের মধ্যেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তার উপরই রয়েছে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তের ভার। সেই তালিকায় ছিল ভোট পরবর্তী হিংসা, বগটুই হত্যাকাণ্ড, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন, হাসখালির গণধর্ষণের অভিযোগ-সহ একাধিক মামলার তদন্ত। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বদলি করল সেই তদন্তকারী কর্মকর্তা তথা সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে । অখিলেশ সিংহকে বদলি করা হয়েছে মূলত দিল্লিতেই।

জানা গেছে, তাঁকে বদলি করা হয়েছে দিল্লিতে ডিআইজি স্পেশাল ডিউটি এন্ড রিসার্চ শাখায়। এই শাখাটি নতুন চালু হয়েছে। সূত্রের খবর সেই অর্থে এখনও পর্যন্ত এই শাখা কোনও কাজ শুরু করেনি বলেই। এরপরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন তাঁকে বদলি করা হচ্ছে এমন ‘কম গুরুত্বপূর্ণ’ পদে? এর পিছনে কি কোনও রাজনৈতিক প্রভাব রয়েছে? যদিও সিবিআই-এর থেকে দাবি করা হচ্ছে, এটি একটি রুটিন বদলি। এস কে খারে মূলত দায়িত্ব গ্রহণ করছেন কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের নতুন ডিআইজি হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *