এবার এক ছাদের নিচেই হবে কলকাতা পৌর নির্বাচনে ভোট গণনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের ! থাকবেনা কোনো মহিলা ভোটকর্মী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এই প্রথম এক ছাদের নিচে হবে কলকাতা পৌর নির্বাচনে ভোটগণনা। ইতিমধ্যে এমনটাই জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে। ২১ ডিসেম্বর ভোট কাউন্টিং হবে একটি কেন্দ্রেই। এর আগে ২০১৫ সালে ভোট গণনা করা হয়েছিল প্রত্যেক বরোতেই। কমিশনের তরফে আরও জানানো হয়েছে মোট ২৭ হাজার ৪০ জন ভোট কর্মী থাকছেন এবারের পুরসভা নির্বাচনে। ভোটের কাজে নিযুক্ত করা হবে এমনকি রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারীদের। এমনকি সরকারি কর্মীদের আনা হবে অন্যান্য জেলা থেকেও। সাধারণত এই সংখ্যা স্থির করা হয়েছে যতজন ভোটকর্মীর প্রয়োজন হয়, তার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি ধরে। তবে কোনও মহিলা ভোটকর্মী থাকছে না এবারের পুরভোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *