এবার কংগ্রেস সভাপতি খাড়গে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করলেন রান্নার গ্যাসের বিপুল দাম বৃদ্ধি নিয়ে
এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। মাথায় হাত মধ্যবিত্তের। এই নিয়ে মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন এবার কী করে হবে হোলির রান্না। কী করে সাধারণ মানুষ হোলিতে ভালমন্দ রান্না করবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মার্চের প্রথম দিনেই মধ্যবিত্তের মাথায় হাত। আবারও এক ধাক্কায় অনেকটাই বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। ১১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে একটি সিলিন্ডারের দাম। রান্নাঘরে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। মধ্যবিত্তের পকেটে আরও টান পড়ল। একদিকে মুদ্রাস্ফীতি আরেক দিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি দুয়ের শাঁড়াশি কোপে নাভিঃশ্বাস দশা আম জনতার। কীভাবে সংসারের খরচ চালাবেন তা ভেবে কুল পাচ্ছেন না।