এবার কাঠগড়ায় খাদ্য দফতর, নিয়োগ হয়নি মেধাতালিকা মেনেও , খাদ্য ভবনে বিক্ষোভ বঞ্চিতদের
বেস্ট কলকাতা নিউজ : একদল চাকরিপ্রার্থী খাদ্য ভবনের সামনে বিক্ষোভ আন্দোলনে বসলেন নিয়োগের দাবিতে। বিক্ষোভ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল থেকেই। এমনকি আন্দোলনকারীরা খাদ্য ভবন চত্বরে বসে থাকেন প্ল্যাকার্ড হাতে নিয়েও। তোলেন স্লোগানও। একদিকে যেমন নতুন নিয়োগ নিয়ে তত্পরতা শুরু করেছে মমতা বন্দ্যোাধ্যায়ের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই, আবার অন্যদিকে শুরু হয়েছে প্যানেল নিয়ে অনিয়মের অভিযোগে বিক্ষোভ। যেন কিছুতেই পিছু ছাড়ছে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল বিতর্ক।
এদিকে অভিযোগকারী চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হচ্ছেন আন্দোলনের পাশাপাশি। খাদ্য দফতরে এই অসন্তোষ কেন? বিক্ষোভকারীদের দাবি, যে মেরিট লিস্ট বা মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল খাদ্য ভবনে বিভিন্ন পদে নিয়োগের জন্য, নিয়োগ হয়নি তা মেনে। মাত্র ১০০ জনের নিয়োগ হয়েছে মোট ৯৫৭টি শূন্যপদ থাকলেও। মেধাতালিকায় নাম থাকা চাকরিপ্রার্থীরা বিক্ষোভ শুরু করেছেন অবিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পূর্ণ নিয়োগের দাবি জানিয়ে ।বিক্ষোভকারীদের আরও দাবি খাদ্য ভবনের চাকরিতে যে ১০০ জনের নিয়োগ হয়েছে তাও প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী হয়নি বলেও।