বিনোদনে ব্যবহার হচ্ছে অনলাইন ক্লাসের জন্য দেওয়া স্মার্টফোন ও ট্যাব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অনলাইনে পঠন পাঠনের জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাবলেট ও স্মার্টফোন দেওয়া হয়েছিল রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ৯ লক্ষ পড়ুয়াকে। কিন্তু, খোদ শিক্ষক মহলেই প্রশ্ন উঠেছে সেই ট্যাবলেট ও স্মার্টফোনের সদ্ব্যবহার নিয়ে। এমনকি অভিযোগ উঠেছে পড়ুয়ারা অধিংকাংশ ক্ষেত্রেই সেই ফোনগুলিকে পড়াশোনার কাজে কম বিনোদনের ক্ষেত্রে বেশি মাত্রায় ব্যবহার করছে৷ এছাড়াও অভিযোগ উঠেছে অধিকাংশ পড়ুয়া অনলাইন ক্লাস করছে না বলেও৷

প্রসঙ্গত, রাজ্য সরকার করোনার প্রকোপে গোড়ার দিকে টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু, সঠিক ভাবে পড়াশোনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না সেই ব্যবস্থায়৷ সরকারি স্কুলের পড়ুয়াদের যাতে অনলাইন পড়াশোনায় কোনওরকম অসুবিধা না হয়, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্মার্টফোন ও ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো সরকারের তরফে বিনামূল্যে ট্যাব এবং স্মার্টফোন দেওয়া হয় ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে৷

তবে, অভিযোগ উঠেছে অধিকাংশ পড়ুয়া ডিজিটাল ডিভাইজকে শিক্ষার ক্ষেত্রে কম, বিনোদনের জন্য অনেক বেশি মাত্রায় ব্যবহার করছে। প্রসঙ্গত, পড়ুয়াদের সংখ্যা অনেকটাই কম থাকছিল অনলাইন ক্লাসে৷ তাই শিক্ষকরা একটি সমীক্ষা করেন নিজেদের উদ্যোগে৷ সেই সমীক্ষা বলছে, যে অনলাইনে পঠনপাঠনের ব্যবস্থাকে গুরুত্ব দিতে নিয়মিত ক্লাস করেছে মাত্র ২০থেকে ৩০ শতাংশ পড়ুয়া। বাকি ৭০ থেকে ৮০ শতাংশ পড়ুয়া প্রত্যাখ্যান করছে অনলাইনে শিক্ষা ব্যবস্থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *