এবার কি বদলাবে রাজ্যের নাম? আবারও কেরলম’বিল পাশ হল ‘ রাজ্য বিধানসভায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার কি ‘ঈশ্বরের নিজের দেশের’ নাম বদল হবে? সোমবারের পর থেকে ঘুরপাক খাচ্ছে সে প্রশ্নই। কেরলের সরকারি ভাষা মালয়ালম। আর মালয়ালম ভাষায় রাজ্যের উচ্চারণ হয় ‘কেরলম’। পিনারাই বিজয়নের সরকার চায়, কেরলের নাম কেরলম হোক। সোমবার রাজ্য বিধানসভায় এ নিয়ে সর্বসম্মতক্রমে বিলও পাশ হয়ে গিয়েছে। তবে কেন্দ্র অনুমোদন দিলে তবেই এই নামবদল সম্ভব।

এই প্রথমবার নয়, এর আগেও রাজ্যের নাম কেরলম করার দাবি নিয়ে বিধানসভায় বিল পাশ হয়। সে বিল পাঠানো হয় কেন্দ্রের কাছে। যদিও কেন্দ্র তা ফিরিয়ে দিয়েছিল। তবে সেই বিল কিছুটা সংশোধন করে আবারও পাশ করা হল। সংবিধানের প্রথম তফশিলে রাজ্যের নাম কেরলই লেখা রয়েছে। তবে এ রাজ্যের মানুষের স্বার্থে, এ রাজ্যের ভাষার আবেগকে সম্মান জানিয়ে কেরলম করার দাবি রাজ্য সরকারের।

শুধু পিনারাইয়ের সিপিএমই নয়, কেরলের নাম বদলে যাক চায় কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ। সোমবার বিধানসভায় ইউডিএফ বিধায়করা তাতে সমর্থনও জানিয়েছে।এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এরকমই একটি বিল পাশ করানো হয়েছিল। ‘পশ্চিমবঙ্গ’, ‘ওয়েস্ট বেঙ্গল’-এর বদলে ‘বাংলা’ নামের সমর্থনে সেই বিল পাশ হয়েছিল। সংসদেও উঠেছিল এ প্রসঙ্গ। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন নিত্যানন্দ রাই।

নিত্যানন্দ রাই সংসদের জানিয়েছিলেন, বাংলা-ইংরেজি-হিন্দি তিন ভাষাতেই রাজ্যের নাম বদল করে যাতে বাংলা করা হয়, সে সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের থেকে একটি প্রস্তাব এসেছে কেন্দ্রের কাছে। তবে কেন্দ্রের তরফে সবুজসঙ্কেত না আসায়, সে নাম বদল হয়নি। দক্ষিণ ভারতের এই রাজ্যের নাম বদলের প্রস্তাবে কেন্দ্র সমর্থন দেয় কি না, এখন সেটা দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *