এবার কোভিড টেস্ট এর উপর বিশেষ নজরদারি শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্তেও
বেস্ট কলকাতা নিউজ : দেশ আবার ধীরে ধীরে আগের মত ফিরছে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে। কিন্তু রাজ্য সরকার আগেভাগেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ওমিক্রণ এর বেড়ে চলা সংক্রমণ আটকানোর জন্য। যার জন্য ভারত-বাংলাদেশ সীমান্তেও কড়া নির্দেশিকা জারি করে প্রবেশের ওপরও বিধি নিষেধ লাগু করা হয়েছে কোভিড টেস্ট ছাড়া।
সূত্রের খবর,ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি থেকে নজরদারি শুরু হয়েছে বুধবার থেকেই।এমনকি চলছে করোনা পরীক্ষাও। বিষয়টির ওপর কড়া নজরদারি জারি করে করোনা পরীক্ষা করা হচ্ছে ভারতে প্রবেশকারী সমস্ত নাগরিকেরই। স্থানীয় কর্তারা সীমান্ত এলাকা পরিদর্শন করতে এসেছেন কোনরকম গাফিলতি না করেই।এর পাশাপাশি চেকিং চলছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতেও।
মূলত, রাজ্য সরকারের নির্দেশিকা জারি করার পরেই বাংলায় করোনা সংক্রমণ আটকানোর জন্যই অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে সব রকমের নির্দেশ। এদিকে সঙ্গে সঙ্গে মিলছে সীমান্তে হওয়া টেস্ট গুলির রিপোর্টও। কিন্তু তার জন্য আগে থেকে অনলাইনে বুক করতে হবে। আইসোলেশন এর ব্যবস্থা করা হয়েছে করোনায় পজিটিভ ব্যক্তিদের জন্য।