এবার থেকে বাস থামাতে হবে ‘পথসাথী’ ও ‘কর্মতীর্থ’র সামনে, বিজ্ঞপ্তি জারি রাজ্য পরিবহণ দফতরের
বেস্ট কলকাতা নিউজ : যেখানে যেখানে রাজ্য সরকারের প্রকল্প পথসাথী ও কর্মতীর্থ আছে সেখানে এবার থেকে রাজ্য পরিবহণ দফতর বাধ্যতামূলক করল সরকারি বাস থামানো। বুধবার পরিবহণ দফতরের জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পথসাথী ও কর্মতীর্থ রয়েছে এমন জায়গায় স্টপেজ দিতে হবে রাজ্য পরিবহণ দফতের অধীনে থাকা সমস্ত বাসকে। এর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হয়েছে সাধারণ মানুষ বা বাসযাত্রীরা অবগত হবেন এই দুই প্রকল্প সম্পর্কে।
উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে স্টেট হাইওয়ে, ন্যাশানাল হাইওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে ৭০টি পথসাথী। মমতা সরকার এই পথসাথী গড়ে তুলেছে দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্য। এখানে যাত্রীরা পেয়ে থাকেন ন্যূনতম পরিষেবা । যেমন এই পথসাথীর মধ্যে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, ওয়েটিং রুম, নাইট শেলটার, রেস্তোরাঁ ইত্যাদি। ন্যাশানাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার প্রতি ৫০ কিলোমিটার অন্তর এই পথসাথী করেছে সরকার। অন্যদিকে রাজ্যে এই মুহূর্তে রাস্তার পাশে রয়েছে ৫২৯টি কর্মতীর্থ। রাজ্য সরকারের উদ্যোগে এখানে থাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের বেশ কিছু স্টল। যেখানে বিক্রি হয় ওই দফতরের তৈরি নানা জিনিস।