করোনা হাসপাতালে পরিণত করা হল বারাসতের বেসরকারি হাসপাতালকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আজ থেকে বারাসতে নতুন কোরোনা হাসপাতাল চালু হতে চলেছে সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে৷ প্রশাসন সূত্রে এমনতাই ইঙ্গিত মিলেছে৷ ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে হাসপাতালের যাবতীয় প্রস্তুতিও৷ এখন শুধু হাসপাতালের দরজা খোলার অপেক্ষা কোরোনা রোগীদের জন্য৷

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বারাসতে দ্বিতীয় কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য৷ সেই জন্য কোরোনা হাসপাতালের জন্য বেছে নেওয়া হয় বারাসতের চাঁপাডালি মোড়ের কাছে মেগাসিটি নার্সিংহোমকে৷ কিন্তু বিপত্তি বাঁধে হাসপাতাল চালু করতে গিয়েই৷ প্রশাসনকে এমনকি পড়তে হয় বাসিন্দাদের চরম বাঁধার মুখেও৷ এমনকি বামেরাও আপত্তি জানায় জনবহুল এলাকায় কোরোনা হাসপাতালের বিরোধিতা করেও৷ লাগাতার আন্দোলনের জেরে প্রশ্ন ওঠে এমনকি কোরোনা হাসপাতালের ভবিষ্যৎ নিয়েও৷

এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের কর্তারা সমস্যা মেটাতে উদ্যোগী হয়৷বারবার আলোচনা চলে এলাকার বাসিন্দা ও আবাসিকদের বোঝাতেও৷ তাতেই এবার মিলেছে সমাধান সূত্র৷ প্রশাসনের তরফে ঠিক হয়েছে হাসপাতালের পাশের আবাসনের বাউন্ডারি ঘিরে দেওয়া হবে চট দিয়ে৷ যাতে আবাসিকদের কোনও রকম সমস্যা না হয়৷ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ৫০ বেডের এই কোরোনা হাসপাতালে থাকবে ৪৩ টি জেনারেল বেড ও সাতটি ICCU বেড৷ সেই সঙ্গে ডায়ালিসিস ও ভেন্টিলেটরের বন্দোবস্তও রাখা হয়েছে জরুরি অবস্থার ভিত্তিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *