এবার নিয়োগ দুর্নীতিতে কুণাল ঘোষের বেনজির নিশানা আদালতে অভিষেকের নাম ওঠায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ হওয়ায় আদালতকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আক্রমণ করলো রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এও মন্তব্য করেছেন বিচারপতির আসনের অপব্যবহার করা হচ্ছে বলেও। বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে। এমনকি নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে ইডি ও সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও । কুণালের মন্তব্য আদতে এক্ষেত্রে অভিষেককে নিশানা করা হচ্ছে বলেই । শুনানির কয়েক ঘণ্টা পর কুণাল ঘোষ একটি টুইটও করেন । সেখানে তিনি এও লিখেছেন, ‘বিচারপতির আসনের অপব্যবহার করে রাজনীতি করা হচ্ছে। বিরোধীদের অক্সিজেন দিতে নিজের উইশ লিস্ট বলা হচ্ছে। ব্যক্তি প্রচারে হিরো সাজানোর চেষ্টা চলছে। বিচার ব্যবস্থার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও দাবি করেন, তাঁদের পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রয়েছে বিচার ব্যবস্থার প্রতি। তবে বিচারপতির পর্যবেক্ষণ ‘আইন বহির্ভূত’, ‘এক্তিয়ার বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ । তিনি এও বলেন, বিচারপতির কোনও অধিকার নেই ‘কথায় কথায় তদন্তকে প্রভাবিত করার । বিচার ব্যবস্থাও সমাজেরই একটা অঙ্গ। বিজেপি, কংগ্রেস, সিপিএমের কথাই যদি বলবেন, তাহলে রাজনীতিটা করছেন না কেন? যদি কেউ অন্যায় করে থাকে, তাঁর শাস্তি হবে।’

বিচারাধীন বন্দির অধিকার লঙ্ঘন করা হয়েছে বলেও মন্তব্য করেছেন কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ হেস্টিংস থানার দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে । তিনি অভিযোগ জানিয়েছেন মূলত জেল সুপারের মাধ্যমে । কুণালের আরও দাবি, নিয়ম মেনে বিচারাধীন বন্দি অভিযোগ জানিয়েছেন । এটা তাঁর অধিকার। সেই অধিকার নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলে দাবি কুণালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *