এবার বিশ্বভারতীর উপাচার্যের জোর ধাক্কা কলকাতা হাইকোর্টে , বহাল রইল জরিমানাও
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্টে চরম বিপাকেপড়লো বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ বহাল থাকলো সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ।বেশ কিছুদিন আগে একজন সহকারী অধ্যাপক চাইল্ড কেয়ারের জন্য ছুটির আবেদন করেছিলেন। যা মনজুর হয়। ২০২১ সালে সেই ছুটির অনুমোদন দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । কিন্তু হঠাৎ একবছর পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে জানতে চান, কেন তিনি ওই সহকারী অধ্যাপকের ছুটি মনজুররের অনুমোদন করেছিলেন?
অবিলম্বে বাতিল করা হোক উপাচার্যের এই নির্দেশ। তখনই ওই চিঠিকে নিয়ে অধ্যাপক দেবতোষ সিনহা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । তারপরই উপাচার্য চরম সমস্যায় পড়েন । এদিকে সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, উপাচার্যকে ওই চিঠি বাতিল করতে হবে। পাশাপাশি তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে মামলা করা হয়। সেই মামলারই শুনানি ছিল সোমবার। ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখে। ফলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপর চাপ ক্রমশ বাড়ল ।