উচ্চমাধ্যমিক ২০২৩ শুরু হল আজ থেকেই , রেজিস্ট্রেশন বাতিল হবে মোবাইল নিয়ে ধরা পড়লেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ, মঙ্গলবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর সেই কারণে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তার ছবি। সমস্ত পরীক্ষাকেন্দ্রে তৎপরতা দেখা গেল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সংসদ স্পষ্ট জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে ঘণ্টাখানেক আগে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা চলাকালীন তো নয়ই, পরীক্ষাকেন্দ্রেও মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না।

পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে এসেছেন কি না তা ধরতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তিও এবার ব্যবহার করতে চলেছে সংসদ। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়ে চলবে নজরদারি।

মোবাইল ফোন নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে অভিযুক্তর রেজিস্ট্রেশন বাতিল করবে সংসদ। সেক্ষেত্রে পরীক্ষার্থী আর কখনও উচ্চমাধ্যমিকে বসতে পারবেন না। চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শেষের ১৫ মিনিট আগেই পরীক্ষার হল থেকে বেরতে হবে। অর্থাৎ আগেভাগে বেরনো যাবে না। খাতা জমা দিয়ে তড়িঘড়ি বেরতে পারবেন না পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *